Thank you for trying Sticky AMP!!

গাজীপুরে ৬৪২ নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করা ৬৪২ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৭৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৮৩।

আজ সোমবার গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, গাজীপুরে নতুন সংক্রমিত ৭৩ জনের মধ্যে সিটি করপোরেশন ও গাজীপুর সদরে ২৭ জন, কালিয়াকৈর উপজেলায় ২০ জন, কালীগঞ্জে ৮ জন, কাপাসিয়ায় ২ জন ও শ্রীপুরে ১৬ জন আছেন। এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত ২ হাজার ৯৮৩ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩৬০ জন, কালীগঞ্জে ২৩৬, কাপাসিয়ায় ১৭৫, শ্রীপুর উপজেলায় ৩০৩ জন এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১ হাজার ৯০৯ জন আছেন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর থেকে এ পর্যন্ত ২০ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ২ হাজার ৯৮৩ জন। কোভিডে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন। আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৭ জন।