Thank you for trying Sticky AMP!!

গাজীপুরে ৯৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৪০ জনে। আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, নতুন শনাক্তদের মধ্যে গাজীপুর সদরে ৬৩ জন, কালিয়াকৈরে ৭ জন, কালীগঞ্জে ৪ জন, শ্রীপুরে ১৩ জন ও কাপাসিয়ায় ৫ জন। এ নিয়ে মোট শনাক্তের এক হাজার ৩৪০ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলার ১৩২ জন, কালীগঞ্জের ১৪৪ জন, কাপাসিয়ার ৯৬ জন, শ্রীপুরের ৯৩ জন এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলিয়ে ৮৭৫ জন। করোনাভাইরাসের সংক্রমণে জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন। সুস্থ হয়েছেন ২৮০ জন।

সিভিল সার্জন আরও বলেন, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৪৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আর গাজীপুর থেকে এ পর্যন্ত ১১ হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা পজিটিভ হয়েছে এক হাজার ৩৪০ জনের।