Thank you for trying Sticky AMP!!

খাগড়াছড়িতে সেনা অভিযানে ভারতীয় ওষুধ ও প্রসাধনসামগ্রী উদ্ধার

খাগড়াছড়ি জেলার মানচিত্র

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও প্রসাধনসামগ্রী উদ্ধার করেছে। এ সময় বীর মোহন ত্রিপুরা (৫৯) নামের একজনকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় সামগ্রী পাচারের প্রস্তুতি চলছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রাবারবাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। মাটিরাঙ্গা সেনা জোনের কর্মকর্তা মেজর ইউছুফ মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে গতকাল রোববার রাতে এ অভিযান চালানো হয়। এ সময় বীর মোহনের বাসায় একটি বস্তা ভর্তি করে রাখা অবৈধ ভারতীয় ওষুধ ও প্রসাধনসামগ্রী উদ্ধার করা হয়। এ সময় বীর মোহন ত্রিপুরাকে আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রাবারবাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী।

উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ওষুধ ও প্রসাধনসামগ্রীর বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে। আটক বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।