Thank you for trying Sticky AMP!!

গোপালগঞ্জে কোভিড রোগী ৯০০ ছাড়াল

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

গোপালগঞ্জ জেলায় ১ চিকিৎসক, ১ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৯০০ ছাড়াল। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৮ জন, মুকসুদপুরে ৩, কোটালীপাড়ায় ২, কাশিয়ানীতে ১৩ ও টুঙ্গিপাড়ায় ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৯২৪। এর মধ্যে মারা গেছেন ১৫ জন। আর সুস্থ হয়েছেন ৫৩৬ জন। এখনো জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ৩৭৩ জন।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, নতুন করে আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। জেলায় মোট আক্রান্তের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৭৫ জন।