Thank you for trying Sticky AMP!!

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় দুই নারীসহ তিনজনের মৃত্যু

করোনাভাইরাস

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হলো। গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাকিবুর রহমান আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় সবশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলা শহরের খ্রিষ্টানপাড়া এলাকার পুলিন মৃধা (৯০), নিচুপাড়া এলাকার ডালিম বেগম (৬০) এবং মুকসুদপুর উপজেলার টেংরাখোলা গ্রামের জাবেদা বেগম (৭৫)।

গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, পুলিন মৃধা করোনায় আক্রান্ত হয়ে ২৩ জুন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটি ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

ডালিম বেগম করোনায় আক্রান্ত হয়ে ২১ জুন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। জাবেদা বেগম ২১ জুন করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে ২৩ জুন রাতে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে।