Thank you for trying Sticky AMP!!

ঘন কুয়াশায় সৈয়দপুরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন

শীতের কুয়াশাচ্ছন্ন সকাল

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দুটি ফ্লাইট এক ঘণ্টা বিলম্বে চলাচল করে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

যাত্রী শহীদুজ্জামান খান বলেন, নির্ধারিত সময়ে সৈয়দপুর বিমানবন্দরে এসে দেখেন বোডিং পাস দেওয়া হচ্ছে না। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে রানওয়ে ছিল অন্ধকার।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পর্যবেক্ষণ টাওয়ার থেকে সংকেত না দেওয়ার কারণে ঢাকা থেকে ইউএস-বাংলা ও নভো–এয়ারের দুটি ফ্লাইট এক ঘণ্টা বিলম্বে অবতরণ করে। বেলা ১১টার পর ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) বাড়লে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপলব কুমার ঘোষ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে। তবে বেলা ১১টার দিকে আকাশের অবস্থা স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল শুরু হয়।