Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে এক দিনে করোনায় ৯ জনের মৃত্যু

করোনাভাইরাস

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ৯ জন মারা গেছেন। করোনায় এক দিনে এত মৃত্যু আগে দেখেনি চট্টগ্রাম। একই সময় চট্টগ্রামে নতুন করে ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মোট ৪২৩ জন মারা গেলেন। তার মধ্যে ৩০৯ জন শহরের। বাকি ১১৪ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এখন পর্যন্ত ৪৪ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে শহরের ৩৫ হাজার ৫৩১ জন। বিভিন্ন উপজেলার ৮ হাজার ৭৮৮ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২২৮ জনের করোনা পজিটিভ আসে। সংক্রমণের হার প্রায় সাড়ে ১২ শতাংশ।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৯ জনের সবাই চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম শহরের ৬ জন। উপজেলার ৩ জন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম কোনো রোগী করোনায় মারা যান।