Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে শনাক্তের হার ১২ শতাংশের বেশি

করোনাভাইরাস

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৩৬ শতাংশ।

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৪ হাজার ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৩১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই ব্যক্তির একজন নগরের, অপরজন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪৯ জনের মৃত্যু হয়েছে নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৮২ জন।

আগের দিন রোববার চট্টগ্রামে করোনায় দুজন মারা যান। এদিন ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল প্রায় ১৩ শতাংশ।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।