Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে শনাক্ত ১৯০, মৃত্যু ৪

করোনাভাইরাস

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১৯ শতাংশের বেশি।

আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৬ হাজার ১৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৬১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৯২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১২৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৬২ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজন শহরের, দুজন উপজেলার বাসিন্দা।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৪২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ২১ শতাংশের বেশি। এদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।

তার আগের দিন চট্টগ্রামে ১ হাজার ১৫১ করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৫৭ জনের করোনা শনাক্ত হয়। সেদিন চট্টগ্রামে করোনায় দুজন মারা যান।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।