Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে ২ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ রোববার নগরের শিল্পকলা একাডেমিতে মনোনয়ন বাছাইয়ে তাঁদের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তাঁরা হলেন খোকন চৌধুরী ও তানজীর আবেদীন।

মনোনয়নের সঙ্গে জমা দেওয়া ৩০০ ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকা ত্রুটিপূর্ণ হওয়ার কারণে দুজনের প্রার্থিতা বাতিল করা হয়। হাসানুজ্জামান বলেন, ভোটারের সইসংবলিত তালিকা যাচাই-বাছাই করে সত্যতা মেলেনি। তাই বাতিল করা হয়। তাঁরা চাইলে আপিল করতে পারবেন।

আজ আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপি প্রার্থী শাহাদাত হোসেনসহ বাকি সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ দুজন বাকি প্রার্থীরা হলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. জান্নাতুল ইসলাম, জাতীয় পার্টির সোলাইমান আলম শেখ, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহিদ মুরাদ।