Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রাম থেকে ঢাকার হাসপাতালে আহমদ শফী

শাহ আহমদ শফী। ফাইল ছবি

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়।

আহমদ শফী বার্ধক্যজনিত জটিলতায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১১ এপ্রিল সন্ধ্যায় দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা কার্যালয় থেকে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই মাদ্রাসার মহাপরিচালক।

মঙ্গলবার বেলা একটার দিকে মুঠোফোনে হেফাজত আমিরের একান্ত সচিব মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য হুজুরকে ঢাকার আজগর আলী হাসপাতালে নেওয়া হচ্ছে।’

এদিকে আহমদ শফীর ছোট ছেলে ও হেফাজত ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক আনাছ মাদানী তাঁর বাবার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।