Thank you for trying Sticky AMP!!

চরে উঠিয়ে রক্ষা লাইটার জাহাজের

চট্টগ্রামের পতেঙ্গার অদূরে বন্দর জলসীমায় দুর্ঘটনায় পণ্যসহ একটি লাইটার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজটিতে চট্টগ্রামের রুবি ফুড প্রোডাক্টসের ৯৪০ টন মটর ডাল রয়েছে। এসব মটর ডালের মূল্য ২ কোটি ৮২ লাখ টাকা। যশোরের নোয়াপাড়ায় নেওয়া হচ্ছিল এসব ডাল।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে ‘নিউ গোলাম রহমান’ জাহাজটির মাস্টার আকতার রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভোররাত চারটায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট থেকে যশোরের নোয়াপাড়ার উদ্দেশে রওনা হই। দেড় ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে যায় জাহাজটির। এ সময় জাহাজের এক পাশ ভেঙে পানি ঢুকতে থাকে। এ অবস্থায় সর্বোচ্চ গতিতে পতেঙ্গা সৈকতের দিকে চরে উঠিয়ে দিই। চরে উঠিয়ে না দিলে জাহাজটি ডুবে যেত।’

আকতার রহমান আরও বলেন, জাহাজের এক পাশ ভেঙে ভেতরে পানি ঢুকেছে। মটর ডাল পানিতে ভিজে গেছে। কী পরিমাণ নষ্ট হয়েছে, তা যাচাই করা ছাড়া জানা সম্ভব নয়। তবে জাহাজের ১৩ জন নাবিক-শ্রমিক নিরাপদে রয়েছেন।

বন্দর সচিব ওমর ফারুক জানান, দুর্ঘটনার পর জাহাজটি চরে উঠিয়ে দেওয়ায় পতেঙ্গার দিকে সাগরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।