Thank you for trying Sticky AMP!!

চাঁদপুরের পুলিশ সুপারের করোনা শনাক্ত

মো. মাহবুবুর রহমান

চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় ৭৫ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। তবে এর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে গেছেন। বাকিরা চাঁদপুরে বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে ও নিজ নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘দুই দিন আগে পুলিশ সুপার নিজের করোনা উপসর্গ দেখে পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। গতকাল সোমবার রাতে ঢাকা থেকে জানানো হয়, তাঁর করোনা পজিটিভ। আমরা পুলিশ সুপার মহোদয়কে সুচিকিৎসার জন্য আজ মঙ্গলবার সকালেই ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসের আইসোলেশনে পাঠিয়ে দিয়েছি।’

চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্যাহ বলেন, চাঁদপুর জেলায় নতুন করে পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ১৮ জনের মধ্যে চাঁদপুর সদরে রয়েছেন ৮ জন, মতলব উত্তরে ৩ জন, শাহরাস্তি উপজেলায় ৩ জন, হাজীগঞ্জে ২ জন, হাইমচরে ১ জন ও মতলব দক্ষিণে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় ৮৭৪ জন আক্রান্ত হলেন। এঁদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫৭ জন। সুস্থ হয়েছেন ২৬৮ জন।

জেলায় করোনায় আক্রান্ত মোট ৮৭৪ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩২৯ জন, হাইমচরে ৭০ জন, মতলব উত্তরে ৬৫ জন, মতলব দক্ষিণে ৯৬ জন, ফরিদগঞ্জে ৮৪ জন, হাজীগঞ্জে ৯০ জন, কচুয়ায় ৪০ জন ও শাহরাস্তিতে ১০০ জন রয়েছেন।

জেলায় করোনায় মৃত ৫৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৫ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।