Thank you for trying Sticky AMP!!

চাঁদপুরে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া বৃদ্ধের করোনা ছিল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

চাঁদপুরের ফরিদগঞ্জে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া বৃদ্ধ (৭০) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ আজ রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত ওই ব্যক্তিসহ চাঁদপুর জেলায় আজ রোববার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯।

সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ জানান, রোববার সকালে মৃত ওই বৃদ্ধসহ করোনা পরীক্ষার ৩৭টি প্রতিবেদন আসে। তার মধ্যে ৩৬টির ফলাফল নেগেটিভ এলেও ওই বৃদ্ধের ফলাফল পজিটিভ আসে। চাঁদপুর জেলায় এই পর্যন্ত ৪৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ৩৭২ জনের করোনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। অপেক্ষমাণ আছে ৭৭টি।

গত ২৭ এপ্রিল তিনি নিজ বাড়িতে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান ওই ব্যক্তি। করোনা শনাক্ত হওয়ায় বৃদ্ধের বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুজাউদ্দৌলা রুবেল বলেন, বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঁচজন রোগী ভর্তি আছেন। এর মধ্যে দুজন আছেন পজিটিভ রোগী।