Thank you for trying Sticky AMP!!

চাঁদপুরে দুই চিকিৎসকসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি

চাঁদপুরে দুই চিকিৎসকসহ আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৫১। শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কোভিডে আক্রান্ত ওই দুই চিকিৎসক হলেন নাক, কান ও গলা বিশেষজ্ঞ আবদুর রহিম (৫৭) ও চর্মরোগ বিশেষজ্ঞ ফেরদৌস হাসান (৫৭)। তাঁরা দুজনই ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে কর্মরত।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও করোনা ফোকাল পারসন সুজাউদৌলা রুবেল জানান, করোনায় সংক্রমিত চিকিৎসক আবদুর রহিম ও ফেরদৌস হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা রয়েছে। এর আগে এই হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হাবিবুল করিম করোনামুক্ত হয়ে অফিস শুরু করেছেন।

জেলা সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, নতুন করে ১৫ জন সংক্রমিতসহ জেলায় কোভিড রোগী বেড়ে হয়েছে ১ হাজার ২৫১ জন। এর মধ্যে মারা গেছেন ৬৬ জন।