Thank you for trying Sticky AMP!!

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের ডায়রিয়ার প্রকোপ বেড়েছে

ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় ঠাঁই নিয়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীরা। ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের পুরাতন ভবন থেকে সোমবার দুপুরে তোলা ছবি

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এ সময় শীতের কারণে অনেক শিশুই ডায়রিয়ায় আক্রান্ত হয়, তবে এবার এই সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছেন ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাদিম সরকার।

আজ সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরোনো ভবনের ডায়রিয়া ওয়ার্ড আর ওয়ার্ডের মেঝে ছাড়িয়ে হাসপাতালের বড় বারান্দায় উপচে পড়েছে শিশু রোগী।

হাসপাতালের নার্সিং সুপারভাইজার মরিয়ম খাতুন প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ৬৯ জন ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬৫ জনই শিশু। এক মাস ধরে এই অবস্থা চলছে। এর আগে সাধারণত দূষিত পানির কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেশি দেখা যেত। এবার রোটা ভাইরাসের কারণে ডায়রিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা বেশি, যাদের বেশির ভাগই শিশু।

হাসপাতালের আরএমও নাদিম সরকার বলেন, এবারের অবস্থাটা একটু অস্বাভাবিক হলেও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। রোগীদের পর্যাপ্ত পরিমাণে তরল স্যালাইনসহ ওষুধ সরবরাহ করা হচ্ছে। মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।