Thank you for trying Sticky AMP!!

চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া বন্ধ

করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশি যাত্রীদের ভারতে যাতায়াত বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকছে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের শুধু নিজ দেশে প্রবেশের সুযোগ রয়েছে। আজ শুক্রবার সকালে চাতলাপুর অভিবাসন কেন্দ্র সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রমতে, গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে চাতলাপুর অভিবাসন কেন্দ্রের ভারতীয় অংশের কৈলাশহর অভিবাসন কেন্দ্র কোনো বাংলাদেশি ভিসাধারী যাত্রীদের ভারতে ঢুকতে না দিয়ে ফেরত পাঠাচ্ছে।

চাতলাপুর অভিবাসন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন বলেন, গতকাল থেকে ভারতের কৈলাশহর অভিবাসন কেন্দ্র কোনো বাংলাদেশি যাত্রীদের প্রবেশ করতে দিচ্ছে না। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত ১৪ এপ্রিল পর্যন্ত তা কার্যকর থাকবে। শুধু ভারতীয় যাত্রীদের ভারতীয় অভিবাসন কেন্দ্র গ্রহণ করছে।

তবে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে এখনো দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীদের আশঙ্কা, হয়তো কয়েক দিনের মধ্যে এ শুল্ক স্টেশনেও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।