Thank you for trying Sticky AMP!!

চার কর্মদিবসে মাদক মামলার রায়, একজনের তিন বছরের কারাদণ্ড

আদালত

খুলনায় মাদক মামলায় মনিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ওই রায় ঘোষণা করেন খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক মো. সাইফুজ্জামান।

সাজাপ্রাপ্ত মনিরুল ইসলামের বাড়ি খুলনা নগরের খালিশপুর এলাকায়। রায় ঘোষণার সময় মনিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। আদালতের রায়ে বলা হয়েছে, জরিমানার টাকা অনাদায়ে আরও এক মাসের জেল খাটতে হবে তাঁকে।

আদালত সূত্রে জানা গেছে, গত বছর ২২ মে মনিরুল ইসলামকে রূপসা থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্রজীৎ মল্লিক ৪০০ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। ওই মামলা তদন্ত শেষে মনিরুলকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন এসআই মো. হাসানুজ্জামান। নভেম্বর মাসে মামলাটি বিচারের জন্য আদালতে তোলা হয়। পরে দেড় মাসেরও কম সময়ের মধ্যে মাত্র তিন কার্যদিবসে সাক্ষ্য গ্রহণ শেষে চার কর্মদিবসে রায় ঘোষণা করা হয়।