Thank you for trying Sticky AMP!!

জাবিতে শিক্ষার্থীশূন্য হল, ফটকে ঝুলছে তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কোনো শিক্ষার্থী নেই। সবগুলো হলে তালা ঝুলিয়ে দিয়েছে সংশ্লিষ্ট হল প্রশাসন। আজ বুধবার দুপুর ১২টায় সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের ১৬টি হলে তালা ঝুলতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সব হলের প্রাধ্যক্ষেরা জানিয়েছেন যে হলগুলোতে কোনো শিক্ষার্থী নেই। সব হলের ফটকে তালা দেওয়া হয়েছে।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। সেই সময় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও বন্ধ হয়ে যায়। আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা চলে যান। তবে ক্যাম্পাসের আশপাশের এলাকায় বাসা ভাড়া নিয়ে যেসব শিক্ষার্থী থাকতেন, তাঁদের অনেকেই সেসব বাসায় অবস্থান করে আসছিলেন। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার পর পরিস্থিতি পাল্টে যায়। শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে আবাসিক হলের তালা ভেঙে সেখানে অবস্থান করতে শুরু করেন। ছেলেদের আটটি হলে ছেলেরা গতকাল মঙ্গলবার পর্যন্ত ছিলেন। এরপর হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের বের হয়ে যেতে বললে একে একে সব হল থেকেই তাঁরা বেরিয়ে যান। পরে হলে তালা দেওয়া হয়।

এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলন স্তিমিত হয়ে পড়েছে। আন্দোলনের বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র সিরাজুল হক বলেন, ‘পারিবারিক কাজে ব্যস্ত হওয়ায় আন্দোলনকারী অন্য শিক্ষার্থীদের সঙ্গে আমার যোগাযোগ নেই। তাই এ বিষয়ে আমি কিছুই বলতে চাচ্ছি না।’