Thank you for trying Sticky AMP!!

জামালপুরে কোভিডে শিক্ষকের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার এক শিক্ষক কোভিড–১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ীভাবে তৈরি করোনাভাইরাস আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া শিক্ষকের নাম মো.মহিউদ্দিন (৫৫)। তিনি সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ী গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় কোনাবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন সেন্টার সূত্র জানায়, গত ১ জুলাই নমুনা পরীক্ষায় তাঁর করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ আসে। পরের দিন ২ জুলাই তাঁকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। গতকাল রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আইসোলেশন সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মো.মহিউদ্দিনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট ছিল। গতকাল রাতে আইসোলেশন সেন্টারের অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফন করা হয়েছে।