Thank you for trying Sticky AMP!!

জামালপুরে ঝড়ে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে অর্ধশত কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খোলাবাড়ি গ্রাম, দেওয়ানগঞ্জ, ৫ মার্চ সকাল

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে কাঁচা-পাকা অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল রোববার সন্ধা থেকে রাত আটটা পর্যন্ত চলে ঝড়ের এই তাণ্ডব।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি, চরমাগরিহাট, চরডাকাতিয়া, চর বাহাদুরাবাদ গ্রাম, বরখাল, বেলমারিসহ ১০ গ্রামের অর্ধশত কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে গাছপালা ভেঙে পড়েছে। ওইসব গ্রামের ভুট্টা, ইরি ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

খোলাবাড়ি গ্রামের আবদুল লতিফ বলেন, ওই সব গ্রাম যমুনা নদীবেষ্টিত। হঠাৎ গতকাল সন্ধ্যায় ব্যাপক ঝড় শুরু হয়। লম্বা সময় ধরে চলা এই ঝড়ে ওই সব গ্রামের ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়।

চিকাজানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমতাজ উদ্দিন বলেন, যমুনার কাছেই ওই সব গ্রাম। ঝড়ে ওই সব গ্রামের মানুষ বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। ওই সব গ্রাম ঘুরে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের তালিকা তৈরির কাছ চলছে। উপজেলা প্রশাসনের কাছে তালিকা দেওয়া হবে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্থদের সাহায্য দেওয়া হবে।