Thank you for trying Sticky AMP!!

জাল ভোট দেওয়ার সময় ধরা, যুবকের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আলা উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় এক যুবক ধরা খেয়েছেন। পরে তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে উপজেলার পানশি ইউনিয়নের টিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আলা উদ্দিন (২৭)। তাঁর বাড়ি একই ইউনিয়নের টিঘর গ্রামে।

পুলিশ ও ভোটকেন্দ্র সূত্রে জানা যায়, আজ সকাল সোয়া ১০টার দিকে ইদ্রিস মিয়া নামের এক ভোটারের জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করেন আলা উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় তাঁকে আটক করে। পরে ইউনিয়নের দায়িত্ব থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলা উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড, ছয় হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরফিুল হক মৃদুল বলেন, আলা উদ্দিনকে বর্তমানে থানাহাজতে রাখা হয়েছে। আজই তাঁকে জেলা কারাগারে পাঠানো হবে।