Thank you for trying Sticky AMP!!

জেলা রেজিস্ট্রারসহ রাজশাহীতে ৩ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

রাজশাহীর জেলা রেজিস্ট্রার ইলিয়াস হোসেনসহ (৫৫) আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় এ ফল জানা যায়।


আজ বুধবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম ও জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ল্যাবে পরীক্ষায় নগরের দুজনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে জেলা রেজিস্ট্রার সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন বলে জানিয়েছেন। আক্রান্ত অন্যজন একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

এর আগে গতকাল বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা পজেটিভ আসে। তাঁর বাড়ি জেলার চারঘাট উপজেলায় বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন মোহা. এনামুল হক।

সিভিল সার্জনের দেওয়া তথ্য মতে, রাজশাহীতে গতকাল পর্যন্ত কোভিড–১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ জন। এর মধ্যে রাজশাহী নগরের ১২ জন। এখন পর্যন্ত রাজশাহীতে তিনজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৩ জন। গত ১২ এপ্রিল জেলার পুঠিয়া উপজেলায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হন।