Thank you for trying Sticky AMP!!

জ্বর–শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেলে একজনের মৃত্যু

করোনাভাইরাস প্রতীকী ছবি।

জ্বর-শ্বাসকষ্টের মতো করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ব্যক্তির নাম অমল ঘোষ (৬০)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ নিয়ে অমল ঘোষ শুক্রবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা পরীক্ষার জন্য মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।

এই কর্মকর্তা জানান, সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে গত জুন থেকে সেপ্টেম্বরের ১৯ তারিখ পর্যন্ত ১১৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। পরে নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ এসেছে।