Thank you for trying Sticky AMP!!

জ্বর বোধ করায় বাড়ি না গিয়ে হাসপাতালে গেলেন ছাত্র

ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (২২) জ্বর ও সর্দি-কাশি নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার রাতে তিনি ঢাকা থেকে সিলেটে ফিরে জ্বর বোধ করায় বাড়ি না গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় প্রথম আলোকে বলেন, ঢাকায় অবস্থানকালে ওই শিক্ষার্থী কয়েকজন প্রবাসীর সংস্পর্শে ছিলেন। তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করে দেখার জন্য নমুনা ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। গতকাল রাতে ওই ছাত্র ঢাকা থেকে সিলেটে ফেরেন। তাঁর বাড়ি সিলেটে। ঢাকা থেকে ফেরার পথে তিনি জ্বর অনুভব করেন। সঙ্গে সর্দি-কাশি। তখন তিনি বাড়িতে না গিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে যান। হাসপাতালে আসার পর ওই ছাত্রকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ভর্তি করা হয়।