Thank you for trying Sticky AMP!!

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কচুয়ায় পল্লিচিকিৎসকের মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলায় সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত নয়টায় ওই ব্যক্তি (৫৫) নিজ বাড়িতে মারা যান।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ।

জানা গেছে, ওই ব্যক্তি গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে কচুয়ায় নিজ বাড়িতে আসেন। তিনি সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাস শুভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্লাহ্ ওই ব্যক্তির বাড়িতে ছুটে যান।

সালাউদ্দিন মাহমুদ জানান, ‘মৃত ব্যক্তির করোনাভাইরাসের উপসর্গ ছিল। তাই আমরা তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি।’

ইউএনও দীপায়ন দাস বলেন, মৃত ব্যক্তিকে আজ রোববার সকালে স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা করা হয়।