Thank you for trying Sticky AMP!!

জয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষে আহত বাসচালকের মৃত্যু, মোট নিহত ১৩

জয়পুরহাটের পুরানাপৈল রেলক্রিসংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় আহত বাসচালক মামুনুর রহমান (৪০) মারা গেছেন। ওই সংঘর্ষের ঘটনার সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় তিনি মারা যান। রাতেই বগুড়ার শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর মরদেহ জয়পুরহাট সদর উপজেলার হারাইল গ্রামে নেওয়া হয়।

জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় নিহত মানুষের সংখ্যা হলো ১৩।

১৯ ডিসেম্বর পুরানাপৈলে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে হিলিগামী বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় ১২ জন নিহত হন। দুর্ঘটনায় আহত তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বাঁধন পরিবহনের বাসচালক মামুনুর রহমান ছিলেন।

জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় দুর্ঘটনাকবলিত বাঁধন পরিবহন বাসের চালক মামুনুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাতেই তাঁর লাশ গ্রামের বাড়ি জয়পুরহাটের হারাইলে আনা হয়। আজ রোববার তাঁর দাফন।