Thank you for trying Sticky AMP!!

টাটকা টমেটো

>

সিলেটের সদর উপজেলার বিভিন্ন গ্রামে টমেটো চাষ করেন চাষিরা। মৌসুমের শুরুতেই এসব টমেটো পাওয়া যাচ্ছে সিলেটের বিভিন্ন বাজারে। ফলনও হয়েছে ভালো। প্রতিদিন খেত থেকে টমেটো তুলে খেতের পাশেই তা বাছাই করে নেন চাষিরা। ছোট-বড় মানভেদে খেত থেকে পাইকারি দরে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এসব টমেটো খুচরা সিলেটের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। ভালো ফলন আর ভালো দামে সন্তুষ্ট চাষিরা। সদরের হাটখোলা ইউনিয়নের ফাগইল গ্রামের ছবির গল্প

টমেটোর প্রাচুর্যে খুশি চাষি
খেত থেকে টমেটো তুলে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে
টাটকা টমেটো বেছে ঝুড়িতে রাখা হচ্ছে
টমেটো বাছাইয়ে ব্যস্ত চাষি
প্লাস্টিকের ঝুড়িতে করে বাজারে নেওয়ার প্রস্তুতি