Thank you for trying Sticky AMP!!

টিফিনের টাকা বাঁচিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ২০০ গাছ লাগিয়েছে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। বেড়া বিপিন বিহারী সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, পাবনা, ২৩ আগস্ট

টিফিনের টাকা বাঁচিয়ে ২০০ গাছ লাগাল ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’

পাবনার বেড়া উপজেলায় টিফিনের টাকা বাঁচিয়ে ২০০ গাছ লাগিয়েছে সেই শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন স্থানে রোববার ও শনিবার ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’-এর ব্যানারে তারা এসব গাছ লাগায়।

বেড়া বিপিন বিহারী সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে তারা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. খবির উদ্দিন, বেড়া বিপিন বিহারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ, মানিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, দৈনিক এ যুগের দীপ পত্রিকার সম্পাদক ওমর সরকার, বেড়া রক্তদাতা গ্রুপের প্রতিষ্ঠাতা রাহুল দাস প্রমুখ। রোববারও শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

সংগঠনটির সভাপতি মেহেরাব হোসেন বলে, ‘টিফিনের টাকা জমিয়ে ভালো কিছু করার লক্ষ্যে আমরা পথচলা শুরু করেছিলাম। এখন অনেকেই আমাদের পাশে দাঁড়াচ্ছেন। আপাতত আমরা উপজেলার বিভিন্ন স্থানে কমপক্ষে এক হাজার গাছ লাগানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছি।’

বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. খবির উদ্দিন বলেন, ‘টিফিনের টাকায় মানবকল্যাণমুখী একটি সংগঠনের জন্ম। ভাবতেই ভালো লাগে। ওদের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আমার খুব ভালো লেগেছে। ওদের কার্যক্রম দেশের অন্যান্য এলাকার শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় হয়ে উঠুক, এই কামনা করি।’

শিক্ষার্থীরা জানায়, বছর পাঁচেক আগে ঐতিহ্যবাহী বেড়া বিপিন বিহারী উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন মিলে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি গঠন করে। তারা দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসংক্রান্ত সহায়তা করেছে। সেই সঙ্গে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী, চিকিৎসাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে। করোনা পরিস্থিতির মধ্যেও তারা সহযোগিতা করেছে দুস্থ মানুষদের।


আরও পড়ুন...


টিফিনের টাকায় অনন্য পথচলা