Thank you for trying Sticky AMP!!

টিয়া পাখি চুরির অভিযোগে শিশুকে হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতন

শিশু নির্যাতন

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামে টিয়া পাখি চুরির অভিযোগে ১২ বছরের এক শিশুকে হাত বেঁধে দড়ি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার আমলসার গ্রামের নূর ইসলাম নামে এক ব্যক্তিকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার এ ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

ওই ভিডিওতে দেখা যায়, একটি শিশুকে হাত বেঁধে দড়ি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে পেটাচ্ছেন এক ব্যক্তি। তাকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে পাখি চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার নিজেদের গাছ থেকে আম পেড়ে দেওয়ার জন্য ওই শিশুকে ডেকে আনেন নূর ইসলাম। পরদিন ওই বাড়ি থেকে একটি টিয়া পাখি হারিয়ে গেলে শিশুটিকে সন্দেহ করা হয়। এরপর বুধবার শিশুটিকে ধরে এনে নির্যাতন করেন নূর ইসলাম।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে উল্লেখ করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার আজ শনিবার মুঠোফোনে বলেন, মূল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির বাবা এ বিষয়ে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।