Thank you for trying Sticky AMP!!

ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

সিলেটের গোলাপগঞ্জে আজ বুধবার যাত্রীবাহী মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চার যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালান ফায়ার সার্ভিসের সদস্যরা

সিলেটের গোলাপগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চার যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বিয়ানীবাজার চারখাই ইউনিয়নের বারইগ্রামের রাজন আহমদ (২৭), মাইক্রোবাসচালক একই গ্রামের সুনাম আহমদ (২৬) ও গোলাপগঞ্জের ফুলবাড়ি রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে হাসান আহমদ (৭)।

সিলেটের গোলাপগঞ্জে আজ বুধবার যাত্রীবাহী মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চার যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালান ফায়ার সার্ভিসের সদস্যরা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শিশুসহ চারজন যাত্রী নিহত হন। আহত হন চার যাত্রী। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে চারজনের লাশ উদ্ধার করেন। আহত চারজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এই খবরের সত্যতা নিশ্চিত করেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, নিহত চারজনের মধ্যে তিনজন দগ্ধ হয়ে মারা গেছেন। সিলিন্ডার বিস্ফোরণে লোহার টুকরো উড়ে গিয়ে এক শিশুর শরীরে লাগে। এতে গুরুতর আহত হওয়া শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়।