Thank you for trying Sticky AMP!!

ট্রেনের ধাক্কায় দুমড়ে–মুচড়ে যায় প্রাইভেটকারটি। সোমবার দিবাগত গভীর রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলে প্রাইভেট কার, তিন পুলিশ আহত

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে টহলরত পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া ও মনোয়ার হোসেন এবং কনস্টেবল সালাহ উদ্দিন।

মঙ্গলবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে। তিনি জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস। রাত দুইটার দিকে সেটি উপজেলার মহেষপুর ইউনিয়নের সাপমারা এলাকার রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এ সময় ট্রেনটির ধাক্কায় পুলিশের প্রাইভেটকারটিতে থাকা তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে রাজধানী ঢাকার দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, গভীর রাতে একটি প্রাইভেট কার ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টহল দিচ্ছিলেন রায়পুরা থানা-পুলিশের ছয় সদস্য। প্রাইভেট কারটিতে ছিলেন তিনজন। রাত দুইটার দিকে প্রাইভেট কারটি সাপমারা রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় সেটিকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস নামের ট্রেনটি। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ভেতরে থাকা তিনজনই আহত হন। প্রাইভেট কারটির পেছনে ছিল পুলিশের অপর তিন সদস্যকে বহনকারী অটোরিকশাটি। পুলিশ ওই সদস্যরা এলাকাবাসীর সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এই রেলক্রসিংয়ে একজন গেটম্যান থাকেন। কিন্তু গত রাতে সেখান কেউ ছিলেন না। আহত এসআই শাহীন মিয়া ও মনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও কনস্টেবল সালাহ উদ্দিনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই শাহীন মিয়া ও মনোয়ার হোসেনকে পরে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর কনস্টেবল সালাহ উদ্দিন মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।