Thank you for trying Sticky AMP!!

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, লাফিয়ে বাঁচলেন চার আরোহী

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। আজ বৃহস্পতিবার নাটোরের নলডাঙ্গায়

নাটোরের নলডাঙ্গায় আন্তনগর ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে অল্পের জন্য চালক ও একই পরিবারের তিন যাত্রী অটোরিকশা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তাঁদের তিনটি ছাগল ও কিছু হাঁস-মুরগির মৃত্যু হয়।

নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার রিকতা রায় জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একই পরিবারের তিন সদস্য একটি অটোরিকশায় করে বড়বাড়ি থেকে সাধনপুরে যাচ্ছিলেন। নলডাঙ্গা বাজার রেলগেট পার হওয়ার সময় অটোরিকশাটি রেলগেটে আটকা পড়ে। এ সময় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চলে এলে চালক ও যাত্রীরা অটোরিকশা থেকে লাফ দেন।

এতে তাঁরা প্রাণে বেঁচে যান। তবে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোয় থাকা তাঁদের তিনটি ছাগল ও কিছু হাঁস-মুরগির মৃত্যু হয়। পরে ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে থামে এবং ইঞ্জিনের সামনের অংশে আটকে থাকা অটোরিকশার ধ্বংসাবশেষ বের করে গন্তব্যে চলে যায়।

অটোরিকশার চালক সজিব হোসেন বলেন, রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ করেই তাঁর অটোরিকশাটি রেলগেটে আটকে যায়। তাৎক্ষণিক ট্রেন চলে আসায় তাঁরা লাফ দিয়ে নেমে নিরাপদ দূরত্বে সরে যান। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। আর কয়েক সেকেন্ড হলেই বড় বিপদ ঘটতে পারত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।