Thank you for trying Sticky AMP!!

ঠাকুরগাঁওয়ে শ্বাসকষ্ট নিয়ে তরুণের মৃত্যু

ছবিটি প্রতীকী

ঠাকুরগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে আধুনিক হাসপাতালের প্রি-আইসোলেশন ওয়ার্ডে এক তরুণের (২৩) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।

এই তরুণের নাম আবদুল জলিল। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর চেংঠিহারা গ্রামের মৃত ময়জদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন আবদুল জলিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। মারা যাওয়ার পর করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহাব সরকার বলেন, আবদুল জলিল ঠাকুরগাঁওয়ে একটি মেসে থেকে লেখাপড়া করতেন। কিছুদিন আগে তিনি বাড়িতে আসেন। তিনি ডায়াবেটিসসহ অন্য রোগে ভুগছিলেন। বুধবার রাতে তিনি জ্বর, গলাব্যথায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাকিবুল আলম বলেন, হাসপাতালে ভর্তির সময় তরুণের শ্বাসকষ্টসহ রক্তচাপ কম ছিল। তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় সংক্রমিত ছিলেন কি না।

বালিয়াডাঙ্গীর ইউএনও মো. খায়রুল আলম জানান, স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তরুণের দাফন সম্পন্ন হয়েছে।