Thank you for trying Sticky AMP!!

ডেঙ্গুতে মাদারীপুরের তরুণ ঢাকায় মারা গেলেন

ফারুক খান

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে ফারুক খান (২২) নামে মাদারীপুরের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ঢাকার ইসলামিয়া হাসপাতালে তিনি মারা যান। ফারুকের বাড়ি শিবচর উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায়।

ফারুক কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকার মোল্লা হোটেলে বাবুর্চির কাজ করতেন। তাঁর বাবা বাবু খান একজন ভ্যানচালক। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত ফারুকের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার প্রচণ্ড জ্বর নিয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ফারুক। চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠান। ঢাকার ইসলামিয়া হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।

ফারুকের ঘনিষ্ঠ বন্ধু রাকিব বলেন, ফারুকের আয়েই তাদের সংসার চলত। ফারুকের বাবা বাবু খান বলেন, ‘আমার সবকিছু ওই ছেলেই ছিল। ছেলেকে হারিয়ে আমরা বড় অভাগা হয়ে গেলাম।’

মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় ১০ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। মাদারীপুরে এই নিয়ে রোগীর সংখ্যা দাঁড়াল ৩৪। শিবচরে একজন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর শুনেছি।’