Thank you for trying Sticky AMP!!

ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

প্রথম আলো ফাইল ছবি

মাগুরার শ্রীপুর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মারা যাওয়া ওই গৃহবধূর নাম মাসুমা বেগম (৪০)। তিনি শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের উকিল বিশ্বাসের স্ত্রী।

মাসুমা বেগমের ভাই বাদশা বিশ্বাস বলেন, গত ২৯ সেপ্টেম্বর তাঁর বোন জ্বরে আক্রান্ত হন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষার পর তাঁর ডেঙ্গু ধরা পড়ে। সেখানে এক দিন ভর্তি থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর মুগদা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর সেখানেই তিনি মারা যান।