Thank you for trying Sticky AMP!!

তুরুং ছড়ার পথে

উঁচু উঁচু পাহাড়ের ভাঁজে সবুজের আস্তর। আর উঁচু পাহাড়ের বুক বেয়ে নেমে এসেছে সরু ঝরনা। কলকল করছে শীতল স্বচ্ছ জলরাশি। হরেক রঙা পাথর ছড়ানো সর্বত্র। আকাশে কখনো ঘোলা মেঘ, কখনো নীলের ছায়া। এটাই সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের তুরুং ছড়া। উপজেলার দয়ারবাজার থেকে চড়ারবাজার, এর পরের গ্রাম তুরুং।

এই গ্রামের নামেই পাহাড়ি ছড়াটির নাম হয়েছে তুরুং ছড়া। কোম্পানীগঞ্জে আসা পর্যটকেরা ঘুরতে আসেন নতুন এই স্থানটিতে। জল–পাথরের সঙ্গে গড়ে তোলেন মিতালি। বৃষ্টি হলেই বেড়ে যায় তুরুংয়ের পানির স্রোত। পাহাড়ি তুরুং ছড়ায় যেতে চাইলে সিলেট শহর থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সদর যেতে হবে। এরপর সিএনজিচালিত অটোরিকশায় দয়ারবাজার থেকে চরারবাজার। ৩০ মিনিটের হাঁটা পথে দেখা মেলবে ‘তুরং ছড়ার’। চাইলে মেঠো পথ ধরে যেতে পারেন সেখানে।

তুরুং ছড়া
তুরুং ছড়ার পানিতে নেমেছেন পর্যটকেরা
তুরুংয়ের কোলে ছোট-বড় পাথর
পাথর বেয়ে নেমে আসছে স্বচ্ছ পানি
অপরূপ সুন্দর জায়গাটি
স্বচ্ছ জলে নাইতে নেমেছেন এক পর্যটক
দুই দিকে ঘন সবুজ, এর মধ্য দিয়ে বয়ে চলেছে ছড়াটি
জলরাশি দেখলেই চোখ জুড়িয়ে যায়
মেঠো পথ ধরেই যেতে হয় তুরুং ছড়ায়