Thank you for trying Sticky AMP!!

দিনাজপুরে স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

প্রতীকী ছবি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।গতকাল বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরিতে তাঁর করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তি একজন নারী। তিনি হারবাল সহকারী কাম গার্ডেনার পদে কর্মরত। তাঁর বয়স ৩৭ বছর। তাঁর বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়।প্রতিদিন তিনি বাড়ি থেকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতেন।


স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ক্রমিক সংক্রান্ত স্লিপ দেওয়ার দায়িত্বও পালন করতেন ওই স্বাস্থ্যকর্মী। গতকাল কর্মস্থলে দায়িত্ব পালন শেষে তিনি বোচাগঞ্জ থেকে বিরল উপজেলায় নিজ বাড়িতে চলে যান। রাতে তাঁর করোনাভাইরাস পরীক্ষার ফল পাওয়া যায়। তিনি তাঁর বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।®


এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুস বলেন, 'দিনাজপুর জেলায় এই প্রথম হাসপাতালের কোনো কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আক্রান্ত কর্মী বাড়ি থেকে যাতায়াত করতেন। বিরল উপজেলা প্রশাসন গতকাল রাতেই আক্রান্ত কর্মীর বাড়িসহ মোট তিনটি বাড়ি লকডাউন করেছে।আমরা সার্বক্ষণিক তাঁর খোঁজখবর রাখছি।'