Thank you for trying Sticky AMP!!

দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে অভিভাবকদের জরিমানা

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে এক রাতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুই ছাত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে বাল্যবিবাহ দুটি বন্ধ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রথমে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামে একাদশ শ্রেণির ছাত্রীর (১৫) সঙ্গে উপজেলার ভাংগাবাড়ী ইউনিয়নের নিশিবয়ড়া গ্রামের এক চাকরিজীবীর (২৩) এবং রাত ৯টায় পৌর এলাকার চালা সাতমাথা এলাকায় দশম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে কামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালকের (২৫) বিবাহ বন্ধ করা হয়।

ইউএনও আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। দুটি বিয়েতেই কনে অপ্রাপ্তবয়স্ক। এ কারণে আইন মেনে বর ও কনের অভিভাবকদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বাল্যবিবাহের কুফল সম্পর্কে কনের মা ও বাবাদের বোঝালে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।