Thank you for trying Sticky AMP!!

দুই তরুণীর প্রতিবাদ

সারা দেশে ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে ও বিচারের দাবিতে সকাল থেকে চট্টগ্রাম নগরের চেরাগী মোড়ে পোস্টার হাতে দাঁড়িয়ে থাকেন দুজন শিক্ষার্থী। গতকাল সকাল ১০টায়

দুজন তরুণী। কিছুটা দূরত্ব রেখে দুটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়েছেন চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় চত্বরে। একটিতে লেখা, ‘নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ’। অপরজনের হাতে, ‘ধর্ষকদের শাস্তি হতে আর কত দেরি?’ লেখা পোস্টার।

মুখে কোনো কথা নেই। হাতে প্রতিবাদের ভাষা। সকাল থেকে ঠায় দাঁড়িয়ে ছিলেন তাঁরা দুই বন্ধু। একজন নাসিরাবাদ মহিলা কলেজের স্নাতকের ছাত্রী তৃষ্ণা দেব। অপরজন সুলতানা জাকী পড়েন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে। তাঁদের এই প্রতিবাদ দেখে থমকে দাঁড়াচ্ছিলেন পথচারীরা। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে তাঁদের এই প্রতিবাদ।

কর্মসূচির উদ্যোক্তা তৃষ্ণা দেব। তিনি বললেন, ‘ফেসবুকজুড়ে নোয়াখালীর ঘটনায় তোলপাড় চলছে। প্রোফাইল পিক কালো করা হচ্ছে। তখন সিদ্ধান্ত নিই একা প্রতিবাদ করব।’

তৃষ্ণা তাঁর ফেসবুক পেজে সোমবার রাতে জানান, মঙ্গলবার চেরাগী পাহাড় এলাকায় একা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াবেন তিনি। সঙ্গী হওয়ার আহ্বান জানান অন্যদেরও। ঘোষণা অনুযায়ী তৃষ্ণা মঙ্গলবার সকাল ১০টায় দাঁড়িয়ে পড়েন চেরাগী চত্বরে। এরপর তাঁর বন্ধু সুলতানাও এসে দাঁড়ান তাঁর পাশে।

তৃষ্ণা বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য একটি দেশ দিতে চাই আমরা। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদের আহ্বান জানাই।’

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঠায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান তৃষ্ণা ও সুলতানা। পথচারীরা তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের নিয়ে বড় পরিসরে প্রতিবাদের কর্মসূচি করার প্রস্তাব দিয়েছেন অনেকে। সংখ্যায় বেশি না হোক, দুই তরুণীর এই প্রতিবাদ নজর কেড়েছে।

সুলতানা জাকী বলেন, ‘আমরা দুজন এসেছি। আমাদের দেখাদেখি হয়তো আরও নারীরা আসবেন। অনেককে জানিয়েছি। না এলেও সমস্যা নেই। নিজের জন্য এই প্রতিবাদ অব্যাহত থাকবে।’