Thank you for trying Sticky AMP!!

দুই বছর পর দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার ১৯ জন

যশোরের বেনাপোল স্থলবন্দর

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশিকে দুই বছর পর দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন পুলিশ যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠায়। তাঁদের মধ্যে ১৬ জন নারী, ২ জন পুরুষ ও ১টি শিশু রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ১৯ জন দেশে ফিরেছেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৪ জনকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং পাঁচজনকে রাইটস যশোরের জিম্মায় পাঠানো হয়েছে। আইনি সহয়তা দিয়ে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে এনজিও দুটি।

বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার শাওলী সুলতানা বলেন, ভালো কাজের কথা বলে দালালেরা বিভিন্ন সময়ে তাঁদের ভারতে পাচার করেছে। পরে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে তাঁদের ব্যবহার করা হয়। এ সময় ভারতীয় পুলিশ পুনে শহর থেকে তাঁদের উদ্ধার করে। পরে আদালতের মাধ্যমে তাঁদের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

শাওলী সুলতানা আরও বলেন, এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পারমিটে তাঁরা দেশে ফেরার সুযোগ পান। ফেরত আসা নারীরা পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চাইলে তাঁদের সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। তিনি জানান, তাঁদের পুনর্বাসনের মাধ্যমে পরিবারে ফেরত পাঠানো হবে।

পাচার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর একজন, বাগেরহাটের দুজন, যশোরের তিনজন, চুয়াডাঙ্গার একজন, পটুয়াখালীর দুজন, নড়াইলের ছয়জন, খুলনার একজন ও সুনামগঞ্জের একজন আছেন।