Thank you for trying Sticky AMP!!

দেবহাটায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা

মো. সাহেদ ওরফে সাহেদ করিম। ফাইল ছবি

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও প্রতারণা মামলার প্রধান আসামি মো. সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরার দেবহাটা থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার র‌্যাব-৬–এর সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি ও পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় সাহেদ ছাড়া আরও দুজনকে আসামি করা হয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কমার সাহা মুঠোফোনে জানান, বুধবার ভোরে উপজেলার শাখরা কোমরপুরের লবঙ্গবতি খাল হয়ে একটি নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে মো. সাহেদকে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করেন। এ সময় র‌্যাব সদস্যরা মো. সাহেদের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি, একটি জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের তিনিটি এটিএম কার্ড ও ২ হাজার ৩৩০ ভারতীয় রুপি জব্দ করেন। এ ঘটনায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি ও পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে ১৯৭৮ সালের অস্ত্র আইনে ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।