Thank you for trying Sticky AMP!!

দৌলতখানে ১২০ শিক্ষার্থীকে খাদ্য সহায়তা

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর আলোর পাঠশালার শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রথম আলো ট্রাস্ট ও সামিট গ্রুপের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে ১২০ শিক্ষার্থীকে এই সহায়তা দেওয়া হয়।

খাদ্য সহায়তার মধ্যে ছিল—শিক্ষার্থী প্রতি পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল, একটি সাবান ও একটি মাস্ক। একই সঙ্গে প্রাণঘাতী করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে হাত ধোয়া, মাস্ক পরা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীর খাদ্য সহায়তা দেওয়া হয়। দৌলতখান, ভোলা, ১৪ এপ্রিল। ছবি: নেয়ামতউল্যাহ

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মদনপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, আল আমিন, আক্তার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামতউল্যাহ ও গ্রাম পুলিশ সদস্য আ. মান্নান।