Thank you for trying Sticky AMP!!

ধরমপাশায় ভাসমান পথ পাঠাগার

একটি যাত্রীবাহী নৌকায় যাত্রীদের জন্য ভাসমান পথ পাঠাগার উদ্বোধন করা হয়। কান্দাপাড়া নৌকাঘাট, ধরমপাশা, সুনামগঞ্জ, ৩০ অক্টোবর

নৌপথে চলাচলকারী স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের বই পড়ায় আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কান্দাপাড়া নৌকাঘাটে থাকা যাত্রীবাহী একটি নৌকায় ভাসমান পথ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ধরমপাশা সাহিত্য অনুশীলনের প্রধান সমন্বয়ক নজমুল হায়দার এই ভাসমান পথ পাঠাগারের উদ্বোধন করেন।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পথ পাঠাগার আন্দোলন নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পথ পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা, গীতিকবিতা সংগ্রাহক আবু ইউসুফ, কবি শাকিল আহমেদ প্রমুখ। যাত্রীদের পড়ার জন্য ওই নৌকায় ২৫টি বই ও একটি বুক সেলফ দেওয়া হয়।