Thank you for trying Sticky AMP!!

ধুনটে নার্সের বাড়ি লকডাউন

প্রতীকী ছবি

বগুড়া ধুনট উপজেলায় এক নার্সের বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ শুক্রবার সকালে লকডাউন ঘোষণা করে ওই বাড়িতে লাল নিশান টানিয়ে সেখানে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নার্স ঢাকায় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চাকরি করতেন। করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে তিনি বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। ঘটনাটি গ্রামের সাধারণ মানুষের মধ্যে জানাজানি হয়। এ অবস্থায় ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই নার্সের বাড়ি লকডাউন ঘোষণা করেন। এ ছাড়া ওই বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে সেখানে গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, ঢাকায় একটি ক্লিনিকে মেয়েটি নার্সের চাকরি করেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ বাড়িতে আসেন। এ জন্য তাঁকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই বাড়িটি লকডাউন ঘোষণা ও লাল নিশানা টানিয়ে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।