Thank you for trying Sticky AMP!!

নদীর পারে ইটভাটা

>

নদীর পারের জমিতে গড়ে উঠেছে ইটভাটা। সেই ভাটার জন্য মাটি কেটে নেওয়া হচ্ছে নদীর পাড় থেকে। মাগুরা সদর উপজেলার কছুন্দি ও বগিয়া ইউনিয়নের মধুমতী নদীর তীরে রয়েছে এমন ছয়টি ইটভাটা। এগুলোর পাশাপাশি ওই এলাকার অন্তত দুই ডজন ইটভাটার জন্য মাটি কেটে নেওয়া হচ্ছে মধুমতী নদীর পাড় থেকে।

মধুমতী নদীর পারে গড়ে ওঠা ইটভাটা।
ইটভাটায় কাজ করছেন শ্রমিকেরা।
ইটভাটার জন্য কাটা হচ্ছে মধুমতী নদীর পাড়ের মাটি।
এভাবে মাটি কাটায় ভাঙনের ঝুঁকিতে কয়েকটি গ্রাম।
মাটি কেটে নেওয়ায় হুমকিতে ফসলের জমি।
এক্সকাভেটর দিয়ে মাটি তোলা হচ্ছে ট্রাকে।