Thank you for trying Sticky AMP!!

নাগরপুরে বেইলি সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

অতিরিক্ত মালামাল বোঝাই করায় ট্রাকটির ওজনে পাটাতন ভেঙে গেছে বলে জানা গেছে

অতিরিক্ত মালামাল বোঝাই করায় ট্রাকটির ওজনে পাটাতন ভেঙে গেছেটাঙ্গাইল–আরিচা সড়কের নাগরপুরে একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে গাছবোঝাই একটি ট্রাক আটকে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে সড়কের ভাদ্রা ইউনিয়নের টেংরীপাড়ায় বেইলি সেতুটির পাটাতন ভেঙে যায়। এরপর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ভাদ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান জানান, গাছবোঝাই ট্রাকটি নাগরপুর থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। অতিরিক্ত মালামাল বোঝাই করায় ট্রাকটির ওজনে পাটাতন ভেঙে গেছে। দুই সপ্তাহ আগেও এই সেতুতে এভাবে একটি ট্রাক আটকে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সড়ক দিয়ে মানুষ টাঙ্গাইল থেকে নাগরপুর হয়ে আরিচা চলাচল করে।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানায়, দুর্ঘটনার পর চালক ও তাঁর সহকারী ট্রাক ফেলে পালিয়ে গেছেন। তাই ট্রাকটি সেতু থেকে সরানোর কাজ ব্যাহত হচ্ছে।

টাঙ্গাইল সওজের সহকারী প্রকৌশলী এস এম আলামিন বলেন, ট্রাকটি সরানোর জন্য ওই ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ট্রাক সরানোর পর সেতুর মেরামত করা হবে। সেতুটি চালু হতে দু–এক দিন সময় লাগতে পারে।