Thank you for trying Sticky AMP!!

ইসলামি বক্তা আবু ত্ব-হার সন্ধান চেয়ে রংপুরে মানববন্ধন

রংপুরে ইসলামি বক্তা আবু ত্ব–হা মুহাম্মদ আদনানের সন্ধান চেয়ে নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। বুধবার বিকেলে

ইসলামি বক্তা আবু ত্ব-হাসহ তাঁর তিন সঙ্গীর সন্ধান চেয়ে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে সিটির ‘২৫ নম্বর ওয়ার্ডবাসী’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মোক্তার আমীন, ফিরোজ মিয়া, আনিসুল ইসলাম প্রমুখ।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে আবু ত্ব-হাসহ নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চেয়ে বলেন, ‘দেশের নাগরিক হিসেবে তাঁদের সন্ধান চেয়ে আমাদের দাবি জানানোর অধিকার রয়েছে। কিন্তু ছয় দিনেও তাঁদের সন্ধান না পাওয়াটা অত্যন্ত উদ্বেগজনক। তরুণ ও মেধাবী ইসলামি বক্তা আবু ত্ব–হা মুহাম্মদ আদনানসহ তাঁর সফরসঙ্গী আবদুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ নিখোঁজ রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।’

Also Read: ধর্মীয় বক্তা আবু ত্ব-হা আদনান তিন সঙ্গীসহ নিখোঁজ

বক্তারা বলেন, ত্ব-হার বিরুদ্ধে এলাকায় কারও কোনো অভিযোগ নেই। তিনি শান্ত প্রকৃতির ছেলে। তিনি মাস্টার্স পাস। এ ছাড়া ত্ব-হা আদনান একসময় ভালো ক্রিকেট খেলতেন।

১০ জুন বিকেল চারটার দিকে তিন সঙ্গীসহ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি প্রাইভেট কারে ঢাকার সাভারের উদ্দেশে রওনা দেন। ওই দিন রাত থেকে তাঁরা নিখোঁজ হন। নিখোঁজের সময় আদনানের সঙ্গে তিনজন ছিলেন। এ ঘটনায় রংপুর মহানগরের কোতোয়ালি থানায় ১১ জুন আদনানের মা আজেদা বেগম সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Also Read: ত্ব-হা নিরীহ মানুষ, আমার কাছে ফিরিয়ে দিন: স্ত্রী

ইসলামি বক্তা আবু ত্ব–হা মুহাম্মদ আদনানের সন্ধান চেয়ে রংপুর নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। বুধবার বিকেলে

থানায় করা মায়ের সাধারণ ডায়েরিতে (জিডি) নিখোঁজ ইসলামি বক্তার নাম আফছানুল আদনান (৩১) উল্লেখ করা হয়েছে। কিন্তু পরিবার থেকে এখন বলা হচ্ছে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। পরিবার সূত্রে জানা যায়, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী হাবিবা নূর। প্রথম স্ত্রীর দুটি সন্তান রয়েছে। তিনি রংপুরের শালবনে বাসা ভাড়া করে বসবাস করেন। যেদিন বিকেলে ঢাকার উদ্দেশে রংপুর ছেড়ে যান, সেদিনও তিনি তাঁর স্ত্রী হাবিবা নূরের কাছ থেকে বিদায় নিয়েছেন। বিদায় নিয়েছেন তাঁর মা আজেদা বেগমের কাছ থেকেও। তবে সাবিকুন নাহার সারা নামে তাঁর দ্বিতীয় স্ত্রীর কথা বিভিন্ন অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেলেও ত্ব-হার মা তা জানতেন না বলে জানিয়েছেন।

Also Read: আবু ত্ব-হার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনেও আদনানের খোঁজ না পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে ত্ব-হাসহ চারজনের সন্ধান পেতে চেষ্টা চালানো হচ্ছে। ত্ব-হার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।’

Also Read: ‘নিখোঁজ’ আবু ত্ব-হা ও গুমের রহস্যভেদে সরকারের অনীহা

Also Read: পরীমনির কান্না অথবা নিখোঁজ ইসলামি বক্তা