Thank you for trying Sticky AMP!!

নিজের ঠিকানা বলতে পারছেন না এই বৃদ্ধ

ঝিনাইদহের কালীগঞ্জে আট দিনেও মেলেনি এই বৃদ্ধের পরিচয়। হাসপাতালে চিকিৎসাধীন তিনি

মানুষ দেখলেই তাকিয়ে থাকছেন, নানা ধরনের শব্দ করছেন, কিন্তু ঠিকানা বলতে পারছেন না। হাতের কাছে কাগজ-কলম দিলেও লিখতে পারছেন না আনুমানিক ৭০ বছর বয়সী এই বৃদ্ধ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তিনি স্ট্রোকের রোগী হতে পারেন। বৃদ্ধকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একপ্রকার বিপাকেই পড়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুণ কুমার বিশ্বাস জানান, ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জ শহরের গুলশান মোড়ের এক দোকানমালিক ওই বৃদ্ধকে এনে অজ্ঞাত হিসেবে ভর্তি করে চলেন যান। এরপর আট দিন পার হলেও তাঁর কোনো ঠিকানা মেলেনি। পুরুষ ওয়ার্ডের ৭ নম্বর বেডে অজ্ঞাত হিসেবে তিনি চিকিৎসাধীন।

অরুণ কুমার বিশ্বাস আরও জানান, যখন অজ্ঞাত এই বৃদ্ধকে ভর্তি করা হয়, তখন তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। এখন বেশ সুস্থ তিনি। তিনি খেতে পারছেন, নিজে হেঁটে শৌচাগারে যেতে পারছেন কিন্তু তাঁর কথা কিছুই বোঝা যাচ্ছে না। আবার তাঁর সামনে কাগজ–কলম দিলেও কিছু লিখতে পারছেন না। এ কারণে বৃদ্ধকে নিয়ে তাঁরা বেশ বিপাকে পড়েছেন।