Thank you for trying Sticky AMP!!

নিঝুম দ্বীপের পুকুরে ধরা পড়ল ৩৫টি ইলিশ

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে পুকুরে পাওয়া ইলিশ মাছ

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে একটি পুকুর সেচে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে বিভিন্ন আকারের ৩৫টি ইলিশ মাছ। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে নিঝুম দ্বীপের যুগান্তর কিল্লার পুকুরে ওই মাছগুলো ধরা পড়ে। এ সময় মাছগুলো দেখার জন্য আশপাশের এলাকার লোকজন পুকুরপাড়ে ভিড় জমান।

পুকুরের ইজারাদার আবদুল মান্নানের ছেলে আবদুল্লাহ আল মামুন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নিঝুম দ্বীপে নয়টি কিল্লার নয়টি পুকুর রয়েছে। কিছুদিন আগে তাঁরা ওই পুকুরগুলোর মাছ কিনে নিয়েছেন। তিন থেকে চার দিন ধরে পুকুরগুলো সেচচ্ছেন তাঁরা। ইতিমধ্যে পাঁচটি পুকুর সেচা হয়েছে। গতকাল নিঝুম দ্বীপের যুগান্তর কিল্লার পুকুর সেচার সময় জাল দিয়ে মাছ ধরেন জেলেরা। এ সময় জেলেদের জালে অন্যান্য মাছের সঙ্গে ৩৫টি ইলিশ উঠে আসে।

আবদুল্লাহ আল মামুন বলেন, জালের মধ্যে ইলিশ মাছ দেখে তাঁরা সবাই হতবাক হয়ে যান। মুহূর্তের মধ্যে আশপাশের লোকজন পুকুরে পাওয়া ইলিশ দেখতে সেখানে ভিড় জমান। মাছগুলোর প্রতিটির ওজন ২০০ থেকে ৪০০ গ্রাম।

আবদুল্লাহ আল মামুন জানান, গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের সময় এই ইলিশগুলো জোয়ারের পানিতে পুকুরে ভেসে এসেছে বলে তাঁরা ধারণা করছেন। পুকুর সেচা শেষ হলে হয়তো আরও ইলিশ মাছ পাওয়া যেতে পারে। গতকাল পাওয়া ইলিশগুলো অন্যান্য মাছের সঙ্গে বিক্রির জন্য আজ শনিবার ঢাকায় পাঠিয়ে দিয়েছেন।

নিঝুম দ্বীপের পুকুরে পাওয়া ইলিশ

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আফছার যুগান্তর কিল্লার পুকুরে ইলিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের সময় নিঝুম দ্বীপের সব কটি পুকুর জোয়ারের পানিতে তলিয়ে যায়। তাই জোয়ারের পানির সঙ্গে হয়তো এসব ইলিশ ওই পুকুরে ঢুকেছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাশ প্রথম আলোকে বলেন, তিনি বর্তমানে হাতিয়ার বাইরে আছেন। তবে নিঝুম দ্বীপের পুকুরে ধরা পড়া ইলিশের ভিডিও দেখেছেন। ধরা পড়া মাছগুলো ইলিশের মতোই। তবে আকারে ছোট। জোয়ার কিংবা জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত পুকুরে ইলিশ ঢুকে পড়তে পারে। কয়েক বছর আগে ভোলার মনপুরায় জোয়ারের পানিতে ভেসে যাওয়া পুকুরে চারটি ইলিশ পাওয়া গিয়েছিল জানান তিনি।